নেদারল্যান্ডে মেরী চেরী নামের এক বৃদ্ধার যাদুঘরে কাজ করতো আমন। মৃত্যুর সময় মেরী চেরী আমনকে একটি বাক্স দিয়ে গেলেন। সেই বাক্সে ছিলো সেনোরিয়ালস নামের এক বিলুপ্ত নগরীর ম্যাপ। আমন সেই বিলুপ্ত নগরীতে যাওয়ার পরিকল্পনা করলো। কিন্তু অন্যদের নিয়ে গেলে তো বাইরে খবরটা ছড়িয়ে যেতে পারে। তাই পরিকল্পনা করলো ভাইবোনদের নিয়েই সেখানে যাওয়ার। গেলো—ও। কিন্তু সেখানে যাওয়া সহজ। আসা কঠিন। আমনরা কি সেখান থেকে ফিরে আসতে পেরেছিলো?