‘মুক্তিযুদ্ধের সেরা লড়াই’ গ্রন্থে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের নয়টি উল্লেখযোগ্য যুদ্ধের প্রামাণ্য বিবরণ কিশোরদের উপযোগী করে লিখেছেন সেজান মাহমুদ। গ্রন্থটি ১৯৯১ সালে যখন প্রথম প্রকাশ হয়, তখন লেখক নিজেও ছিলেন নিতান্তই তরুণ। গ্রন্থটি তখনই শুধু কিশোর-তরুণদের মধ্যেই নয়, ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনার কারণে, বড়দের মধ্যেও ব্যাপক সাড়া সৃষ্টি করে। সেই সময়ের দলিলপত্র এবং মুক্তিযুদ্ধের অনন্য যুদ্ধনেতা ও যোদ্ধাদের সঙ্গে কথা বলে, নিজস্ব ম্যাপ তৈরি করে, সামরিক দিক থেকে যুদ্ধগুলোর গুরুত্ব তুলে ধরেন তিনি। কুমিড়ার লড়াই, কুষ্টিয়ার যুদ্ধ, কামালপুর লড়াই, মাটিকাটায় জাহাজ মারা যুদ্ধ, শালদা নদীর লড়াই, চিলমারী রেইড, ভুরঙ্গামারী ও রায়গঞ্জ দখলের যুদ্ধ, বেলুনিয়ার লড়াই, এবং আখাউড়া দখল নিয়ে এই গ্রন্থ। গ্রন্থটিতে নয়টি যুদ্ধ কেন এবং দশম যুদ্ধটি কী হবে বা হতে পারে এরকম প্রশ্নের উত্তরে লেখক বলেন, ‘মুক্তিযুদ্ধের একটি বড় যুদ্ধক্ষেত্র ছিল জনগণ নিজেরাই, যারা সারা দেশজুড়ে যুদ্ধ করেছেন। তাই দশম যুদ্ধটি তাঁদের জন্য থাক।’ মুক্তিযুদ্ধের সেরা লড়াই পাঠকদের কাছে নতুন আঙ্গিকে তুলে ধরতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করবো পাঠকরা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের এই অনন্য তথ্যগুলো এবং ঘটনাগুলো জেনে আমাদের আত্মত্যাগের ইতিহাস নিয়ে আরও উৎসাহিত হবেন এবং দেশকে ভালোবাসবেন।