কবি গাজি আব্দুল আউয়াল সবুজও তাঁর গান, গল্প, কবিতা, উপন্যাসে জাতির পিতাকে তুলে ধরেছেন। কিন্তু তাঁরও কবিতার পাল্লাই ভারীÑপাঁচটি কাব্যগ্রন্থ। তবে অন্যান্য কবির থেকে তাঁর পার্থক্যটা এখানেই যে, তিনি অন্যান্য কবির মতো শুধু আলাপ-বিলাপ করে এবং ঘাতকদের প্রতি ধিক্কার জানিয়েই থেমে থাকেননিÑতিনি খুনিদের বিচার নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। যেমন ‘লেলিহান যন্ত্রণা’ কবিতায় তিনি লিখেছেনÑ ‘ঘাতকদলের শোণিতে আজ/ওজু করে পড়লে নামাজ/জাতির পিতার অতৃপ্ত প্রাণ জান্নাতে যায় তবে। জাতির পিতার বদলা নিতে আয় ছুটে আয় সবে।’ তেমনি ‘কেসাস’ কবিতায় তিনি বাঙালিদের চ্যালেঞ্জ ছুড়ে দেনÑ ‘আজ যদি নিতে না পারিস জনক হত্যার নির্মম কেসাস/তাহলে নিশ্চিত ধরে নেবো আমি/তোদের জন্ম গ্রাম-গঞ্জের কোনো পবিত্র লোকালয়ে নয়/তোদের জন্ম কোনো নিলাজ বেশ্যাপাড়ায়। এমনিভাবে কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় জাতির পিতার প্রতি কবির অনিঃশেষ ভালোবাসা ঝরে পড়েছে, যা পড়ে পাঠকগণ বঙ্গবন্ধু প্রেমে উদ্বেলিত ও পরিতৃপ্ত হবেন।