রান্না একটি শিল্প। এই শিল্পসত্তা লেখককে সাহায্য করেছে প্রচুর কেক, বিস্কুট, মসলা ও নতুন নতুন রান্না সৃষ্টির ক্ষেত্রে। লেখক এই রান্না সৃষ্টির জন্য অনুপ্রেরণা পেয়েছেন পরিবার থেকে। একটা নতুন রান্না করে স্বাদ গ্রহণ করার মজাই অন্যরকম এবং এর বেশ উপকারিতা রয়েছে। ভেজালমুক্ত ও পুষ্টিগুণসম্পন্ন খাবার গ্রহণ করলে শরীর সুস্থ যেমন থাকে তেমনি রোগমুক্ত থাকা যায়। এই বইটিতে লেখকের নিজস্ব কিছু রেসিপি দেওয়া হয়েছে। আশা করি রেসিপিগুলো অনুসরণ করলে পাঠক বেশ উপকৃত হবেন।