“আমাদের ষোড়শী মাস্টারপাড়া স্মৃতির সেলুলয়েড়ে হাতড়ে ফেরা নস্টালজিয়া। মননের গভীর গহিনে জেগে থেকে—নিঝুম বৃক্ষের বাকলে ছুঁয়ে ছুঁয়ে শৈশব-কৈশোর পেরিয়ে—মাস্টারপাড়ার এলোমেলো গলিপথ স্মৃতিমেদুরতায় আচ্ছন্ন করে। শৈশবের হারিয়ে যাওয়া প্রেম ফিরে আসে জ্যোৎস্নামাখা মায়াবী রাতে।
মাস্টারপাড়া-
আমার পরম একাকিত্বের অংশীদার ছিলো আমার বিশ্বাসের প্রবল হাতিয়ার ছিলো আমার আনন্দ-আমার প্রেরণা ছিলো উচ্ছ্বাসভরা চোখে চেয়ে থাকতাম চোখে-চোখে মিলন ঘটতো প্রায়-ই লজ্জায় রাঙা হয়ে উঠতো তার মুখাবয়ব আজ সে নেই—
কবি হাবীব ইমন তাঁর ফেলে আসা শৈশব-কৈশোরের মাস্টারপাড়াকে ষোড়শী কবিতার লিরিকে এক অনাবিল স্বপ্নিল আবহে তুলে এনেছেন। ফেলে আসা দিনগুলো কবিকে বেদনায় আচ্ছাদিত করে, আবেগে মথিত করে আর সংগ্রামী চেতনায় উজ্জীবিত করে।
*আমাদের ষোড়শী মাস্টারপাড়া কবিতাগ্রন্থটি পাঠককে নিশ্চয় আনন্দ দেবে, পাঠক হতাশ হবেন না; একথা নির্দ্বিধায় বলে দেওয়া যায়।