স্বপ্ন পূরণ হোক আর নাই বা হোক তবুও মানুষ স্বপ্ন দেখে। আর সেই স্বপ্ন যদি হয় ছোটদের, তবে তা হয় আকাশ ছোঁয়া। এভাবে স্বপ্ন দেখেই তারা বড় হয়, আগামিকে সাজাতে শেখে। কিন্তু উপরে ওঠার সিঁড়িটা হতে হবে সৎ আর স্বচ্ছ। যেন ভেঙ্গে পরার ভয় না থাকে। সব সময় ছোটদের মনে গেঁথে দিতে হবে যেকোনো সফলতার জন্য শ্রম দিতে হবে। “চাঁদে বেড়ানোর পাসপোর্ট” এই বইটিতে আরও যা রয়েছে তা হলো, আমাদের মুক্তিযুদ্ধের গল্প, বঙ্গবন্ধু শেখ মুজিবের গল্প। আছে বিপ্লবী প্রীতিলতার গল্প, আছে ভাষা আন্দোলনের গল্প সহ আরো মোট দশটি মজার মজার গল্প। ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে সব সময় ইতিহাসের ঘটে যাওয়া কাহিনীগুলো। জানাতে হবে একদিন ঐতিহাসিক ব্যাক্তিগণ কেমন স্বপ্ন দেখেছিলেন। বইটির প্রতিটি গল্পে হাস্যরসের পাশাপাশি থাকছে শিক্ষণীয় অনেক বিষয় যা পড়ে ছোটদের তো অবশ্যই বড়দেরও ভালো লাগবে।