সমকালীন বিশ্ব রাজনীতি

৳ 500.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789848014936
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৩৬০
সংস্কার 1st Published, 2021
দেশ বাংলাদেশ

প্রথমে কয়েক বছর আগে প্রকাশিত কিছু লেখা নিয়ে বইটি লিখতে শুরু করছিলেন। পরে নতুন করে বইটি ঢেলে সাজাই। করোনাকালে বই লিখতে পারবো কিনা সন্দেহ ছিল। আল্লাহর অশেষ মেহেরবানীতে শেষ করেছি। কম্পিউটারে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়ায় বেশ বিপাকে পড়েছিলাম। বাইরে যাওয়া সম্ভব নয়। আবার কাউকে বাসায় ডেকে আনাও সম্ভব ছিল না। সব দিক অন্ধকার। ভেবেছিলাম এবার আর বই লেখা হবে না। তারপরও থেমে থেমে বইটি শেষ করেছি। যেসব লেখা যোগ করেছি সেগুলোর মধ্যে উলে¬খযোগ্য হলো উহান থেকে করোনার উৎপত্তি, ২০২০ সালে লাদাখে চীন-ভারত সীমান্ত সংঘর্ষ, ফ্রান্সে বিশ্বনবীর (সা.) ব্যঙচিত্র অঙ্কন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইল প্রীতি, যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট বাইডেনের কাছে প্রত্যাশা, ফ্রান্সে বিশ্বনবীর (সা.) ব্যঙচিত্র অঙ্কন এবং ইরানি বিজ্ঞানীদের ধারাবাহিক মৃত্যু। বিষয়বস্তুগুলো চলমান হওয়ায় আমাকে ঘটনার বিবরণীতে অধিকাংশ ক্ষেত্রে ক্রিয়াপদে বর্তমান রূপ ব্যবহার করতে হয়েছে। এতে আগামী দিনের পাঠকদের কিছুটা অসুবিধায় পড়তে হবে। এ বাস্তব সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করেও পুরোপুরি সফল হইনি। ঘটনা কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আজকের ঘটনাই আগামী দিনের ইতিহাস। এদিক থেকে বিচার করলে আমার বইটি মহাকালের ইতিহাসের একটি ক্ষুদ্র কণিকা বলে বিবেচিত হতে পারে। আলোচ্য বইটি যেকোনো অনুসন্ধিৎসু ব্যক্তির কাছে পাঠযোগ্য হবে বলে আমি বিশ্বাস করি। আমি এটাও বিশ্বাস করি যে, শিক্ষার্থী ও সংবাদপত্রের সঙ্গে সংশি-ষ্টদের জন্য এ বইটি হবে খুবই উপকারী। আমাদের চারপাশের পৃথিবীতে কত ঘটনাই না ঘটছে! আমরা সেগুলোর কতটুকু বা জানি? কাউকে জ্ঞান দেয়ার ক্ষমতা আমার নেই। তবু সংবাদপত্রের একজন নগণ্য কর্মী হিসেবে আমি চেষ্টা করেছি যাতে আমাদের সময়ের এবং অনাগত দিনের সন্তানরা আমাদের পৃথিবীর ভাঙ্গাগড়া সম্পর্কে জানতে পারে। এ উপলব্ধি থেকেই বইটি লেখার প্রেরণা অনুভব করেছি। বিষয়বস্তু অনুযায়ী বইটির নাম দিয়েছি ‘সমকালীন বিশ্ব রাজনীতি।’ পাঠক মহলে বইটি সমাদৃত হলে আমার শ্রম ও উদ্দেশ্য সফল হয়েছে বলে মনে করবো।

প্রখ্যাত লেখক এবং সাংবাদিক সাহাদত হোসেন খান বাংলাদেশের মিডিয়াপাড়ার একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘকাল ধরে সাংবাদিকতা করে চলেছেন। ১৯৮৭ সালে দৈনিক দিনকাল দিয়ে সাংবাদিকতা পেশা শুরু করেন তিনি। এরপর দৈনিক ইনকিলাব, দৈনিক ইত্তেফাকসহ একাধিক জাতীয় পত্রিকায় কাজ করেছেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পদে তিনি চারবার দায়িত্বপ্রাপ্ত হন। বর্তমানে জাতীয় প্রেসক্লাব এবং বাংলা একাডেমির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গুণী এ লেখকের জন্ম ১৯৫৬ সালের ১লা মে। নরসিংদীর মনোহরদী উপজেলার কাটাবাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তিনি। স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা এবং নরসিংদী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করেন। সাহাদত হোসেন খান এর বইয়ে বিভিন্ন আন্তর্জাতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট অধিক স্থান পায়। দীর্ঘকালের সাংবাদিকতা ক্যারিয়ার আন্তর্জাতিক বিষয়াবলীর প্রতি তাকে আকৃষ্ট করে তোলে যা তার লেখালেখিকেও প্রভাবিত করেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাজেডি, পলাশী থেকে একাত্তর, ক্রুসেড, স্বাধীনতা উত্তর ট্র্যাজেডি মুজিব থেকে জিয়া, অটোমান সাম্রাজ্যের উত্থান, স্নায়ুযুদ্ধ, এডলফ হিটলার, মু্ক্তিযুদ্ধের ১৬ জন সেক্টর কমান্ডার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর যুদ্ধাপরাধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাজেডি, ক্রুসেড, কাশ্মীর টু জেরুজালেম, কারবালা, প্রাচীন মিশর, ২৬৭ দিনের মুক্তিযুদ্ধ, পঞ্চাশ মুসলিম বীর, রোমান সাম্রাজ্য, রোমান থেকে বাইজান্টাইন, স্বর্ণযুগে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার, মোগল সাম্রাজ্যের সোনালী অধ্যায়, আক্রান্ত মুসলিম বিশ্ব, ইসলামের দিগ্বিজয়, মোগল সাম্রাজ্যের পতন, বিশ্বের আলোড়িত বিশটি ঘটনা, অটোমান সাম্রাজ্যের পতন, ভারতের রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপ, সুলতান সোলেমান, আজকের বিশ্ব রাজনীতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব, পার্বত্য উপজাতিদের আদিনিবাস, কেন এলো জরুরি অবস্থা, খোলাফায়ে রাশেদীন, ক্লিওপেট্রা, সংঘাতের আবর্তে উপমহাদেশ, সমকালীন বিশ্ব রাজনীতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ীদের যুদ্ধাপরাধ, ট্রয় থেকে ইরাক দুনিয়া কাঁপানো যুদ্ধ, আন্তর্জাতিক রাজনৈতিক বিরোধ, ইরাকে মার্কিন আগ্রাসন, দেশ বিদেশের রাজনৈতিক ঘটনা, ধর্ম সমাজ ও রাজনীতি, অটোমান সাম্রাজ্য, বিশ্ব রাজনৈতিক সংকট, নিষিদ্ধ প্রেম, পরিচয়, পাশ্চাত্যে ইসলাম ভীতি, নিষ্পাপ প্রেমের মৃত্যু, টুক্কা মুন্সীর একান্ত ঘর, বিশ শতকের সেরা বিশ, নিষ্কলঙ্ক বধূ, দেশে দেশে গণহত্যা, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের পরিণাম, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, অখণ্ড ভারত কায়েমের স্বপ্ন-সহ অনেক বই তিনি লিখেছেন এবং টোয়াইলাইট, দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান বই ২টি অনুবাদ করেছেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ