আমার লেখালিখির শুরুটা আসলে লিখতে জানার আগে থেকেই। একদম ছােটবেলায় আমি মুখে মুখে ছড়া বানাতাম আর তা লিখে রাখতাে আমার বাবা, মা অথবা বড় দুই বােনের কেউ একজন । প্রথম গান লিখেছিলাম ক্লাস টুতে । এখনাে মনে আছে, গানটার শিরােনাম ছিল ‘পথকলি। আমার লেখা গান প্রথম প্রকাশ পায় ২০০৬ সালে। সেই থেকে এ পর্যন্ত আমার লেখা ১১৩ টি গানকবিতার সংকলন আমার গানকবিতা সমগ্র ‘সত্যি বলছি । এখানে আমার প্রকাশিত সব গানকবিতার সাথে কিছু প্রকাশিতব্য লেখাও স্থান পেয়েছে। ‘গানকবিতা’ শব্দটি নিয়ে অনেকের অনেক কথা থাকবে হয়তাে। ২০১০ সালে আমি এই শব্দটি ব্যবহার করেছিলাম আমার প্রকাশিত প্রথম গানকবিতার বই ‘ভুলে যাবার গান’-এ। আমার কাছে আমার প্রতিটা লিরিক একেকটা কবিতা । একটা কবিতাকে সুর দিলে তা গান হয়ে ওঠে। বলেই আমি বিশ্বাস করি। তাই যেসকল কবিতা সুর দেয়া হয়নি তা আমার কাছে শুধুই কবিতা । আর যে কবিতাগুলাে সুরে ফেলে গান হয়েছে। সেগুলাে আমার কাছে গানের বাইরে শুধুই যেমন কবিতা তেমনিভাবে গানের মাঝে সুরের প্রাণ পেয়ে গানের কবিতা বা গানকবিতা। আমার কাছে এই বইটি খুব গুরুত্বপূর্ণ। গেল বিশ বছরে আমার লেখা সব গানকবিতা এক মলাটে ছুঁয়ে দেখতে পারার অনভতিটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তাই সেই চেষ্টা না করে বরং আমার এই পথচলায়। যারা পাশে ছিলেন সবসময় তাদের সবার প্রতি জানাই কৃতজ্ঞতা। ভালােবাসা আমার পরিবারের প্রতি, যাদের কারণে আজকের এই আমি।