কাতারে জীবন যেমন, বইয়ের লেখক ড. আব্দুল্লাহ আল মামুন কর্মসূত্রে দীর্ঘদিন কাতারে ছিলেন। পেশায় প্রকৌশলী। নেশায় লেখক। প্রবাস জীবনের বহুমাত্রিক রূপ বর্ণনা তাঁর লেখার মূল অনুষঙ্গ। আসন্ন বিশ^ ফুটবলের সবচেয়ে বড়ো আসর ‘বিশ^কাপ ফুটবল-২০২২’ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলছে মহাকর্মযজ্ঞ। নতুন নতুন স্টেডিয়াম। হোটেল, মোটেল-রাস্তাঘাট। যোগাযোগ অবকাঠামো। বহুমুখী পর্যটন সুবিধা সব মিলিয়ে অচিরেই বিশে^র উন্নত দেশকে টেক্কা দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতার। মধ্যপ্রাচ্যে প্রবাসী বাঙালিতো বটেই, বিশে^র যে কোনো প্রান্তের অভিবাসীদের জীবনের সুখ-দুঃখ-হাসি-কান্না তীর্যক ভাষায় তুলে ধরেছেন তিনি। তিনি একজন জনপ্রিয় গীতিকার, কবি ও কলাম লেখক। তাঁর প্রতিটি লেখাই যেন আলাদা একটা গল্প। একসঙ্গে বললে ভ্রমণকাহিনি বলা যায়। তবে কেবল ভ্রমণকাহিনি বললে ভুল হবে। ড. আব্দুল্লাহ আল মামুন-এর প্রবাসজীবনের লেখাগুলোকে ‘বহুমাত্রিক জীবনগাথা’ বলা যায়। পাণ্ডুলিপি পড়েই আমি মুগ্ধ হই। সূক্ষ্ম বিষয়গুলো সহজ-সরল ভাষায় তুলে ধরেছেন তিনি। এ যেন প্রবাসজীবনের আয়না। কখনো স্বচ্ছ। কখনো ধূসর। কখনো বর্ণিল। কখনো অনাবিল আনন্দমেঘ। কখনো বিষাদের নীরব ঝরনা হৃদয়ের গহীনে বয়ে চলে। তাঁর লেখা নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিসীমা অতিক্রম করে প্রবাসী ও প্রবাসজীবনের সম্মিলিত মানুষের কণ্ঠস্বর হিসেবে ধরা দেয়। এটাই তাঁর লেখার মৌল পরিচয়।