আধুনিকতার যুগে পা বাড়িয়েছি, কিন্তু ডুবে আছি জাহেলিয়াতে। ভুলে গেছি একটা পরিবার সুখময় হয় সকলের সম্মেলিত প্রয়াসে। একপক্ষ নিজেকে ভাবছি নিরাপরাধ। ওদিকে বসে নেই অপরপক্ষ, দিয়ে যাচ্ছি নানা অপবাদ। এর নাম তো পরিবার না। পরিবার তো একটা সুখের ঠিকানা। যেমন পাখিরা সারাদিন দুনিয়া চড়ে ফিরে এসে আপন নীড়ে। ঠিক তেমনি ফিরে আসবে সকলের প্রিয়তম একটুকরো সুখের খুঁজে, শত ব্যস্ততা শেষে প্রিয়তমার বুকে। প্রিয়তমা মিশিয়ে নিবে তার প্রিয়তমকে হৃদয়ের প্রতিটি পরতে পরতে। তবেই তো পাওয়া যাবে স্বর্গীয় সুখ। প্রিয়তমার জন্য উদার হবে প্রিয়তমর বুক। কিন্তু আমরা সেই সুখ খুঁজি না। হালাল প্রেম বুঝি না। মজে যাই পরকীয়ায়। ডুবে যাই বিলাসিতায়। অথচ সুখী হতে রাজ প্রাসাদ লাগে না, সুখী হওয়ার জন্য রাস্তার কিনারার পরিত্যক্ত ফুটপাতও যথেষ্ট। তার জন্য প্রয়োজন একটু সদিচ্ছার, একটা সুন্দর মন-মানসিকতার। সেই পরিবর্তনের ছোঁয়া লাগুক “প্রিয়তম” পাঠে। পরিবর্তনের জোয়ার আসুক মুসলিম মানসে।