“ইকিগাই”বইটির মূখবন্ধ”
এই বইটির জন্ম এক বৃষ্টিস্নাত রাতে… দৃশ্যপট টোকিও শহরের কোনাে এক ছােট্ট পানশালার আলাে-আঁধারি পরিবেশ। সেখানেই প্রথমবারের মতাে দেখা হয় হ্যাক্টর গার্সিয়া ও ফ্রান্সেস্ক মিরালস নামক দুই ব্যক্তির।
একে অন্যের কাজ সম্পর্কে পূর্বধারণা থাকা সত্ত্বেও যে আমাদের আগে কখনাে দেখা হয়নি, সেজন্য স্পেনের বার্সেলােনা থেকে জাপানের রাজধানীর শত শত মাইলের দূরত্বই অনেকাংশে দায়ী। অবশেষে এক পরিচিতজনের মাধ্যমে আমাদের যােগাযােগ ও বন্ধুত্বের সূচনা- অচিরেই বােঝা গেলাে এ বন্ধুত্ব আজীবনের এবং তারই ফলশ্রুতিতে এই প্রকল্পের শুরু।
আমাদের পরবর্তী সাক্ষাৎ ঘটে এর ঠিক এক বছর পরে, টোকিওর শহরতলীর এক পার্কে। একসাথে হাঁটতে হাঁটতে আমরা পশ্চিমা মনােবিজ্ঞান, বিশেষত লােগােথেরাপি নিয়ে আলােচনা করতে শুরু করি। লােগােথেরাপি এমনকিছু যা মানুষকে তাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সহায়তা করে।
আমরা একমত হয়েছিলাম যে, ভিক্টর ফ্র্যাঙ্কলের লােগােথেরাপি এখনকার থেরাপিস্টদের কাছে পুরনাে হয়ে গেছে এবং সেখানে স্থান করে নিয়েছে। মনােবিজ্ঞানের অন্যান্য বিষয়গুলি। তবু মানুষ এখনও তাদের কাজকর্ম এবং জীবনাচরণের নির্দিষ্ট অর্থ খুঁজে বেড়ায়। আমরা অনেকসময় নিজেদের এই প্রশ্নগুলি করে থাকি :
• আমার জীবনের অর্থটা কী?
• দীর্ঘজীবনই কি সবকিছু? নাকি জীবনের আরও বড় কোনাে উদ্দেশ্য রয়েছে?