১০০ ওয়েজ টু মোটিভেট ইওরসেলফ
আমরা প্রতিনিয়ত কত সহস্র নেতিবাচক ধারণায় নিজেকে ঘিরে রাখি তা ভেবে দেখেছেন কখনও! ১০০ ওয়েজ টু মোটিভেট ইউরসেলফ বইটিতে ব্যাখা করা আছে কীভাবে সফলতার পরিকল্পনা তৈরি করতে হয়। এই বইটি আপনাকে ভেতরের নেতিবাচক বাধাগুলো চিহ্নিত করতে এবং ভেঙে ফেলতে সাহায্য করবে যেগুলো আপনার লক্ষ্য আর স্বপ্নপূরণে আপনাকে সর্বদা বাধা দিচ্ছে। এছাড়া এই বইয়ে নতুন মানসিক এবং আধ্যাত্মিক ১০০ টি প্রমাণিত পদ্ধতি রয়েছে যা আপনাকে আরও তাত্ক্ষণিকভাবে জীবনের অ্যাকশন প্ল্যান সাজাতে এবং তার দ্বারা সফলতা নিয়ে আসতে সাহায্য করবে। এছাড়া চ্যান্ডলার প্রতি বছর কয়েক হাজার কর্পোরেট এবং পাবলিক সেমিনারে অংশ নেওয়া মানুষদের যেসব কৌশল শেখান তাও তিনি লিপিবদ্ধ করেছেন এই বইটিতে।