কবিরাজের নির্দেশÑ দড়ি দিয়ে বাঁধতে হবে অসুস্থ কালাম ভাইকে। তারপর ঝোলাতে হবে গাছে। কবিরাজের নির্দেশ শুনে সবাই যখন হতবাক, তখনই তিনি জানান, গাছে না ঝুলিয়েও চিকিৎসা করা যেতে পারে কালাম ভাইয়ের। তবে সেই চিকিৎসার জন্য বিশেষ একটা ওষুধ লাগবে। আর ওষুধটা আনতে হবে গহিন এক জঙ্গল থেকে। যে জঙ্গলের নামÑ মানুষখেকো জঙ্গল। মানুষখেকো জঙ্গলে একবার কেউ ঢুকলে সে আর জীবিত ফিরে আসতে পারে না। তবু ওষুধের জন্য সেখানে যেতে রাজি হয়ে যান বাশার ভাই। কিন্তু তিনি যখন জঙ্গলে ঢুকবেন, ঠিক তখন কেউ একজন তার পিছু নেয়। কে সে? স্বপ্নে দেখা সেই রহস্যমানবই বা কে? আর বাশার ভাই কি জীবিত ফিরে আসতে পারেন মানুষখেকো জঙ্গল থেকে?