ভালো লেখালেখির ৩টি সূত্র: ১. পড়ুন ২. পড়ুন ৩. পড়ুন কিন্তু এত এত বই পড়ার সময় তো আর নেই। সুযোগও হয় না অনেক সময়। ভালো হয় না, অন্য কেউ এরকম কিছু দামি দামি বই পড়ে আপনাকে অনেকটা ‘নোট’ বানিয়ে দিল? সময় বাঁচল। পড়াও হলো। ‘একমলাট সাহিত্যপাঠ’ বইতে মুহাম্মাদ হাবীবুল্লাহ সেই কাজটাই করে দিয়েছেন আপনার মতো সাহিত্যরসিকদের জন্য।