‘একাত্তরের দুই সহোদর’ এর কাহিনি-সংক্ষেপ:
অসুস্থ মাকে গ্রামে রেখে ছোটভাই তারেককে নিয়ে শহরে আসে দিনমজুর বারেক। তারেকের উদ্দেশ্য বড়ভাইয়ের মতো সেও দিনমজুরি করবে। মাসশেষে টাকা পাঠাবে মাকে। কিন্তু বারেকের উদ্দেশ্য ভিন্ন। কী সেই উদ্দেশ্য? কেন বারেক তারেককে নিয়ে যায় নিজামুদ্দিন তালুকদারের কাছে? কে এই নিজামুদ্দিন তালুকদার? এরপর শুরু হয় উত্তাল সময়। পুরো এলাকা চলে যায় পাকিস্তানি হানাদার বাহিনি আর বিহারিদের দখলে। তারা দখল করতে চায় নিজামুদ্দিন তালুকদারের বাড়িটিও। আর এরই সূত্র ধরে ঘটে নৃশংস এক ঘটনা। কী সেই ঘটনা? গভীররাতে কার আধপচা লাশ তোলা হয় কবর থেকে? কেন সেই লাশের কাছে ছুটে যেতে চায় বারেক আর তারেক? মাঝপথে কার আক্রমণের শিকার হয় তারা? কী হয় শেষ পর্যন্ত?