এসো সফলতার পথে

৳ 390.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২৪০
সংস্কার 1st Published, 2021
দেশ বাংলাদেশ

বইয়ের নাম: এসো সফলতার পথে লেখক: ড.আয়েয আল করনী . এটি জ্ঞানগর্ভ একটি বই। এখানে আমি অনেক লেখাকে সংক্ষিপ্ত করেছি। অনেক বইয়ের সার-নির্যাস তুলে ধরেছি। এর নাম রেখেছি: (এসো সফলতার পথে)। আমি এই বইয়ে কিছু নীতিমালা উল্লেখ করেছি। আমার আন্তরিক কামনা থাকবে,তুমি এগুলো বার বার পড়বে। এ-সব নীতিমান ও উপদেশ পালনে তোমার মনকে প্রস্তুত করবে। তোমার জীবনে এগুলো বাস্তবায়ন করবে। এ অনুযায়ী তোমার জীবন গড়বে। এসব নীতিমালা আমি সফলতা বিষয়ক বহু বই থেকে নির্বাচন করেছি। আল্লাহ তাআলার কাছে আমার ও তোমার ইহকাল ও পরকালে চিরস্থায়ী সৌভাগ্য ও সফলতা প্রার্থনা করছি। এবং তাঁর কাছে স্থায়ী সফলতা কামনা করছি। তিনিই সকল বিষয়ে ক্ষমতাবান। হে বন্ধু, তুমি আমার শুভেচ্ছা গ্রহন করো। ______ড. আয়েয আল করনী . সফলতা পেতে কে না চায়? সফলতা সবার কাছেই কাঙ্খিত একটি শব্দ। কিন্তু সফলতা মানে কী এতে মানুষ প্রায়ই ভুল করে থাকে। কেউ ধন-সম্পদকে সফলতার মানদণ্ড মনে করে। কেউ সম্মান-র্মযাদাকে সফলতার মাপকাঠি মনে করে। কেউ পদ-পদবীকে সফলতার চাবিকাঠি মনে করে। আবার কেউ সার্টিফিকেট ও উঁচু উঁচু ডিগ্রীকে সফলতার মূলমন্ত্র মনে করে। এ বিষয়ে প্রত‍্যেকে স্বীয় ধ‍্যাণ-ধারণার অবাধ ব‍্যবহার করে থাকে। এতেই সে আনন্দ পায়। আল্লাহ তায়ালা মানুষের চিরচারিত স্বভাবের র্বণনা দিয়ে বলেন, كل حزب بما لديهم فرحون “প্রত্যেকটি দল নিজ নিজ মতবাদ নিয়েই উৎফুল্ল।” বাস্তবে মানুষের সুখ-শান্তি-সফলতা কীসে রয়েছে, কোন্ পথে চললে দুনিয়া ও পরকালে সে সফল হবে; সুখী হবে সে সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই। অনেকেই সফলতা বলতে দুনিয়ার কিছু সাময়িক উপভোগ‍্য বস্তুকে বুঝিয়ে থাকে । মূলত এগুলো সফলতার বিষয় নয়; এসব মরিচীকা বৈ কিছুই নয়। যে মরিচীকার পেছনে দৌড়ে মানুষ নিজের মূল‍্যবান জীবন-যৌবনকে ধ্বংস করছে অবলীলায়! মনে রাখতে হবে, মানুষের দুনিয়ার জীবনই শেষ নয়; মানুষের রয়েছে এক অন্তহীন পরকালীন জীবন; যে জীবনের শুরু আছে, শেষ নেই। তাই যে ব‍্যক্তি ক্ষণিকের দুনিয়ার সফলতার পেছনে দৌঁড়ায়, সে আসলে বোকা! আর যে অন্তহীন পরকালের সফলতার পথে ছুটে চলে, সে দুনিয়ার সফলতাও পেয়ে যায়। তাহলে সে পথ কোন্ টি, যে পথ মানুষকে উভয় জগতে সুখী ও সফল করে ? যে পথে চললে মানুষ দুনিয়াতে পাবে সুখ আর পরকালে পাবে শান্তি? তবে শুনুন…. সে পথ ঈমানের পথ; সে পথ তাকদীর ও পরকালের বিশ্বাসের পথ; সে পথ ইবাদত-বন্দেগীর পথ; সে পথ শোকর ও সবরের পথ; সে পথ তাওবা ও এস্তেগফারের পথ। যে পথে নেই পাপ-পঙ্কিলতা; নেই হতাশা-নিরাশা ও অলসতা; নেই দুশ্চন্তিা ও বিষণ্নতা ; নেই হিংসা-বিদ্বেষ ও শত্রুতা। সফলতা লাভে এসব বিষয় এ বইয়ে অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে আলোচিত হয়েছে। প্রতিটি বিষয়ে একটি জ্ঞানগর্ভ প্রবন্ধ রয়েছে, যা পড়ে আপনার সে বিষয়ে সঠিক ও মৌলিক ধারণা লাভ হবে। প্রতিটি বিষয়ে রয়েছে কিছু উপদেশ-বাণী ও নীতিকথা, যেগুলো সফলতার পথ দেখায়। প্রতিটি বাণী হৃদয়ে জাগরণ সৃষ্টি করে। প্রতিটি বাণী র্স্বণাক্ষরে লিখে রাখার মতো; প্রতিটি বাণী স্মৃতির পাতায় অঙ্কিত করে রাখার মতো। . বইয়ের নাম: এসো সফলতার পথে . লেখক: ড.আয়েয আল করনী . অনুবাদক ও সংকলক : মুফতি মাহবুবুর রহমান খান মুহাদ্দিস, আজমপুর দারুল উলুম মাদরাসা, উত্তরা-ঢাকা . প্রকাশনী: মাকতাবাতুস সুন্নাহ Maktabatus sunnah ১১/১ইসলামী টাওয়ার,১ম তলা(গ্রাউন্ডফ্লোর) দোকান নং-১১,বাংলাবাজার,ঢাকা ১১০০। om

Dr. Ayez Al-Qarni ১৩৭৯ হিজরী মোতাবেক ১৯৫৯ ইং সনে দক্ষিণ সৌদী আরবের করন জেলার আশ-শুরাইহ নামক গ্রামে জন্মগ্রহণ করেন্
অল্প বয়সেই তিনি পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন রিয়াদে। উচ্চতর পড়াশুনা করেন প্রাদেশিক শহর আবহায়। একাডেমিক শিক্ষার পাশাপাশি তাঁর ব্যক্তিগত অধ্যায়নের পরিধি সুবিস্তৃত ও অতুলনীয়।
ড. আয়েয আল করনী এ পর্যন্ত বহু গ্রন্থ রচনা করেছেন। সেগুলোর মধ্যে আত-তাফসীরুল মুয়াসসার, আল-ফিকহুল মুয়াসসার, আশিক, লা তাহযান বিশেষভাবে উল্লেখযোগ্য।
ড. করনী দাওয়াতের উদ্দেশ্য লেখালেখি, বক্তৃতা-বিবৃতি ও গ্রন্থরচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, গুগলপ্লাস ও ইউটিউব ইত্যাদিতেও সমানভাবে সক্রিয়। তাঁর বক্তৃতার ক্যাসেটের সংখ্যা হাজার ছড়িয়ে গেছে।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ