গোয়েন্দা রহস্যের কেন্দ্রে থাকবে একটি মৃতদেহ অথবা একটি অভিনব ডাকাতি বা জুয়োচুরি। গল্প শুরু হবার পর এই মৃতদেহ বা ডাকাতি যত তাড়াতাড়ি সম্ভব উপস্থিত করতে হবে। শুধু তাই নয়, এই ডাকাতি বা হত্যা সম্বন্ধে পাঠকের কৌত‚হল থাকবে। অর্থাৎ মৃত্যু বা ডাকাতি যদি উলে−খযোগ্য না হয়, পাঠকের কী দায় ঠেকেছে সমাধান খোঁজার? তাই হয় ডাকাতি/ মৃতব্যক্তির সঙ্গে নায়ক/নায়িকার বিশেষ সংযোগ থাকবে, বা এই অপরাধ তদন্ত করার মতো যোগ্য কারণ থাকতে হবে। সেই কারণই পাঠককে অনুসন্ধানের পথে টেনে আনবে। এই বইয়ে গোয়েন্দা-নায়ক বা নায়িকার পাশাপাশি পাঠকের সুযোগ থাকবে গল্পের সমস্যা সমাধান করার। অর্থাৎ প্রথম থেকেই সমাধানের সূত্র থাকবে ছড়ানো, পাঠকের চোখের সামনে শেষ পাতায় পৌঁছোবার আগে পাঠক সমাধানে সফল হবেন, হয়তো বা গোয়েন্দা নায়কের আগেই। এতেই পাঠকের আত্মপ্রসাদ বাড়বে। আর সেই আত্মতৃপ্তির জন্য এই বইয়ে বিশ্বসেরা গোয়েন্দা লেখকের উলে−খযোগ্য গোয়েন্দা গল্পগুলো একাই মলাটে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।