বড়োরা জোকসের বই পড়ে হাসবে আর ছোটদের বুঝি ইচ্ছে করে না? আর তাই তো ছোটদের উপযোগী সব জোকস নিয়ে সাজানো হয়েছে এই বইটি। কেউ হাসুক ঠা ঠা করে, কেউ ফিক করে, কেউ অমায়িক কন্ঠে, কেউ মাইক কন্ঠে, কেউ টেবিল চাপড়ে, কেউ ঠোঁট কামড়ে – হাসি চলুক দুর্বার গতিতে। কেননা, হাসি হলো খুব করে বেঁচে থাকার অক্সিজেন।
বইটির প্রচ্ছদ ও প্রতি পাতায় মজার মজার কার্টুন এঁকেছেন মামুন হোসাইন।