আলোর পাশেই যেমন রয়েছে আঁধার, ঠিক তেমনি অনেকের মতে আমাদের পার্থিব জগতের পাশেই অবস্থান করছে এক ‘অতিপ্রাকৃত জগৎ’।
কারা থাকে ওখানে? মাঝে মাঝে কেন তারা হুট করেই চলে আসে আমাদের পরিচিত পার্থিবে?
রহস্যময় এবং অনেকের কাছেই অবিশ্বাসযোগ্য হলেও অপরিচিত থেকে সকলে দূরে থাকতে পছন্দ করে।
তবে আফ্রিতা তাদের মত নয়। আফ্রিতা রহস্যের মাঝে জীবনের অর্থ খুঁজে পায়। আলো থেকে দূরে, অন্ধকারকে জাপটে ধরে, দাঁড়াতে চায় ভয়ঙ্করের মুখোমুখি।
আফ্রিতা, আঁধারের সন্ধান করে।