পৃথিবীর অধিকাংশ কাঙাল বড় বড় অট্টালিকায় থাকে।
তাদের অভাব অন্তহীন, পুরো পৃথিবী গিলে ফেললেও তাদের পেট ভরবে না। আর কিছু কাঙাল থাকে রাস্তায়, তাদের পেট ছোটো, পাঁচ টাকার একটা রুটিতেই তাদের পেট ভরে যায়। পেটে ভাত তারা জুটিয়ে নেয় কিন্তু মাথায় হাত তারা পায় না।
পৃথিবীর সবাই কাঙাল, কেউ ক্ষমতার, কেউ মমতার। জগতের সকল কাঙালদের প্রতি উৎসর্গ করলাম। -ওবায়েদ হক