“আশ্চর্য ৩ (কমিকস ডাইজেস্ট)” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
খুব অদ্ভুত একটা বছর পেরিয়ে এলাম আমরা। পুরাে পৃথিবী জুড়ে করােনার করাল থাবা। আশ্চর্য কমিক্স ডাইজেস্ট-এর ৩য় পর্বটিকে যেভাবে সাজিয়ে পরিবেশন করব বলে আমাদের। পরিকল্পনা ছিল তা হয়তাে-বা হয়ে উঠল না। তারপরও অনেকটা গুছিয়ে নিয়ে একগুচ্ছ নতুন কমিক্স হাতে আমরা উপস্থিত হলাম পাঠকের দরবারে। এবারের পর্বের সবচেয়ে লক্ষণীয় দিকটি হলাে এর উপস্থাপন বৈচিত্র্য। মাঙ্গা স্টাইল থেকে শুরু করে নিছক কিউবিক ফর্মে আঁকা কমিক্স সবই উপস্থিত। একঝাক তরুণ কমিকস-শিল্পী যুক্ত হয়েছেন আমাদের সাথে। পাঠকের মুখে হাসি ফোটাতে তাদের চেষ্টার কমতি ছিল না। আশ্চর্য হাতে দিনগুলাে ভালাে কাটুক। শুভেচ্ছা সকলকে।