বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ণ সুন্দরের কবি। অসাধারণ বহুজাতিক প্রতিভার অধিকারী বিশ্বকবি তাঁর জীবদ্দশায় অপরিসীম, যশ, সুনাম, প্রতিপত্তি এবং স্বীয় প্রতিভা বলে ভক্তকূলের প্রগাঢ় ভালোবাসায় অলৌকিক মর্যাদা লাভ করেছেন। তিনি যেন সকল অচলায়তন ভাংগার অতি সুদক্ষ ও সুনিপুন কারিগর। ১৯১৩ সালে তাঁর নোবেল বিজয় এতদাঞ্চলের মানুষদের জন্য এক বিরল সম্মান বয়ে আনে। বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর এক অবিস্মরণীয় নাম। কল্পনা, সৃষ্টিশক্তির বিস্তার ও বৈচিত্র্যে তিনি তুলনাহীন। জীবন চৈতন্যের আলোকে রবীন্দ্র সাহিত্য উদ্ভাসিত। এ উপমহাদেশের মানুষের মনের আকাশে, হৃদয়ের ভাষায়, সাহিত্যের দৃপ্তিতে রবীন্দ্রনাথের অবস্থান। সর্বব্যাপী জীবন জিজ্ঞাসায় রবীন্দ্র সাহিত্য আমাদের ভিত্তি। তিনি আমাদের নিত্যদিনের রবীন্দ্রনাথ। জীবনের বহুবিদ প্রয়োজনে রবীন্দ্রনাথ আমাদের আশ্রয়। বহুমাত্রিক বিশ্বকবি রবীন্দ্রনাথের উপর রচিত বিশিষ্ট গ্রন্থাগারিক ও তথ্যবিজ্ঞানী, গবেষক ও প্রাবন্ধিক জনাব মোহাম্মদ জিলুর রহমানের অন্যান্য বইয়ের মত এই বইটিও জনপ্রিয়তা পাবে। এ আশা চিরন্তন।