২০১৯-এ প্রকাশিত আমার প্রথম গল্পের বই কংক্রিট মন পড়ে
অনেকেই জানতে চেয়েছেন, অন্তনুর কী হবে, প্রিয়নার পর আদ্রিয়ানা কি মায়ামেঘ হয়ে আসবে তার জীবনে? মালার সাথে মতিউরের কি দেখা হবে।
তার মেয়ে কুসুমের কী হবে, কারাগারের রাতদিনের দুঃখ কি তার ঘুচবে? অতন্দ্রিলার সাথে সুপ্তর দেখা হবে কি, নাকি পরীর জন্য তার প্রতীক্ষা বাড়বে। আরাে? শান্তনুর বন্ধুহীনতা কি ঘুচবে, পায়েলিয়া কি তার প্রতি বাড়িয়ে দেবে। বন্ধুত্বের হাত?স্নেহ’র সেই অপেক্ষার বৃষ্টি কি আসবে, নাকি বাতাসে উড়িয়ে নিয়ে যাবে অন্যকোথাও। অদিতি কি বুঝবে তাকে? প্রবাসী মৃন্ময় কি এখনাে শূন্যতায়ই বসবাস করবে, তার জীবনে কি পূর্ণতা আসবে না? বিহঙ্গ কি এখনাে প্রিয়ন্তীর দেয়া সেই। পুরােনাে হাতঘড়ি পরে বেড়াবে, নাকি কেউ আসবে তার জীবনে? ময়নার কী হবে, কংক্রিট শহরে তার। নবজাতক শিশু বাচবে তাে? এসব প্রশ্নের কিছু উত্তর আছে। মায়ামেঘ গ্রন্থে।