ষাটোর্ধ্ব একুশ প্রবীণ নয়, প্রাজ্ঞ। বাঙালির মুক্তিচেতনার উৎস যেমন বায়ান্নোর একুশ, নিজ সত্তা চিনে নিয়ে স্বভূমিতে স্থিত হওয়ার আহ্বান, তেমনি সময়ের প্রবহমানতায় একুশের প্রেরণা রয়ে যায় অটুট, তবে পাল্টে যায় করণীয়। সংস্কৃতির শক্তি বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিল আপন জাতিসত্তার মহিমায়, সেই শক্তির নব-উদ্ভাসন তাঁকে জোগাবে আজকের বিশ্বায়নের যুগে নানা বাধা-বিঘ্ন-ভ্রান্তি-মোহের বেড়াজাল ছিন্ন করে অব্যাহত রাখতে মুক্তি-অভিযাত্রা। কত দিক থেকে কত ধরনের আঘাতে আমরা জর্জরিত হচ্ছি, তারপরও বাঙালিত্ব ও সংস্কৃতি-চেতনায় সংহত হয়ে আমরা খুঁজি পথের দিশা, নতুন প্রত্যয়ে অভিযাত্রার প্রেরণা। পরিবর্তমান পটভূমিকায় সমকালীন নানা সংকট-সংশয়ের আবর্তে তলিয়ে যাওয়া থেকে রক্ষাকবচ সংস্কৃতির শক্তি। বাঙালির সেই শক্তিময়তা সন্ধান করে ফেরেন মিনার মনসুর। ফলে তাঁর সংস্কৃতি ভাবনার পরিচয়বহ সংকলন পাঠকের জন্য নিঃসন্দেহে চিন্তা উদ্দীপক ও প্রেরণামূলক। এখানেই গ্রন্থের সার্থকতা।