মৃত্যুর ঠিক পাঁচ মিনিট আগে নিজের উইল পরিবর্তন করলেন গ্রেস কাহিল। একটা স্বাক্ষরে নির্ধারিত হয়ে গেলো কাহিল পরিবারের ভাগ্য। মাথাপিছু এক মিলিয়ন ডলার নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অথবা এর বিনিময়ে পাওয়া যাবে একটি সুত্র, যা অনুসরণ করে একে একে পাওয়া যাবে মোট উনচল্লিশটি সূত্র। সবকিছুর সমাধান করতে পারলে এমন এক বিপুল ঐশ্বর্য ও ক্ষমতার মালিক হওয়া যাবে যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। পাঁচশো বছর ধরে পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে ঊনচল্লিশটি সুত্র, জড়িয়ে আছেন মানবসভ্যতার ইতিহাসে প্রায় প্রত্যেক বিখ্যাত চরিত্র। বোস্টন থেকে প্যারিস, তারপর কোথায় ছুটতে হবে অ্যামি আর ড্যান কাহিলকে? নেলি গোমেজ কতদূর যাবে তাদের সাথে? এতো এতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে কতক্ষণ টিকে থাকতে পারবে অ্যামি আর ড্যান? তারা কোন শাখার সদস্য? একেট্রিনা, টমাস, জানুস নাকি লুসিয়ান? তাছাড়া ম্যাড্রিগাল-রাই বা কারা? কেন তাদের থেকে সাবধান থাকতে হবে? চলুন্ অ্যামি ও ড্যান কাহিলের সাথে বিশ্বভ্রমণে বের হই, দেখা যাক পথের শেষে সেই ঐশ্বর্য আর ক্ষমতার চাবিকাঠি জিনিসটা আসলে কী।