অশ্বগণ-সেই অর্থে, সরল এক যানবাহন, বিস্তর ধুলো উড়িয়ে বালিু-মরু-উদ্যানে আন্দোলন তুলে গন্তব্যে উড়ে যায় সহিস জানে। আর জানে পৃথিবীর সব অদ্ভূ সূর্যাস্তের লালরঙ আলোরা। ধাবমান অশ্বের খুরের নিচে পিছিয়ে যাচ্ছে পোকারা,আর্তনাদ উঠছে। আর্তনাদ অক্ষরের শব্দ মিলে আবহ দিচ্ছে। মৃত্যুও কবিতা। কথা বলা খুরও কবিতা। ধাবমান অশ্ব ও সহিস সাক্ষী সূর্যাস্ত আর মরুদ্যানও কবিতা। আমি কাউকে অস্বিকার করতে পারি না। যাবতিয় স্বীকার্য ও অনস্বীকার্য উপাদানের ভুল বিক্রিয়ার তৈরি, এইসব কবিতায় দূরতম-দূরবর্তী ঘোড়ার খুরের শব্দ রেখেছি-যাকে ধরা যায় কিনা সন্দেহ,অনুভব করা যেতে পারে। উন্মাদ ঘোড়াদের সবুজ বাগানে স্বাগাতম আপনাকে। কবিতার আস্তাবলে নিঃশব্দে ঢুকতে হয়, জানেন তো!