নব হিল্লোল তুমি কারাগারে নির্বাক হৃদয়। তুমি ভাগাড়ে অবাক নির্দয়। কোন রক্তের সলিল, কোন রক্তের দলিল? তোমার ওষ্ঠের দাগ, কোন পাপের অভিশাপ! নাকি তুমি মত্ত হয়ে ছিলে দেখতে তোমার বিলাপ? তোমার দেহের আগুনচিহ্নের আদাব, জনতার মুখে এক নিস্তব্ধ জবাব। আগত দিনের রাত্রির কাঁপুনির গল্পে তুমি তৈরী হয়ে নিও আমার দর্পে। হ্যাঁ, আমি ছিলাম নির্বাক জীব। আমি মত্ত খুঁজতে তোমার যন্ত্রনার সত্ত মনের কাঠ গড়ায় আমি আনোতো আমিতো তোমার জনতা আমার শীতল জলে তুমি হবে শান্ত।