‘কোনও কাঁটাতার ছিলো ন ‘ কবি শামসুল ইসলাম শিহাবের প্রথম কবিতার বই। দ্বীপবাসী কবি শিহাব উর্বর জমিনে আবেগ ও অনুভূতির চাষাবাদ করেন। সমাজ, সময়, সভ্যতা, হাহাকার তার কবিতায় উঠে আসে নিজস্ব ভঙ্গিতে। বাংলা কবিতায় তিনি হারিয়ে যেতে নন, নিরলস শ্রম ও ভালোবাসায় পাঠকের কাছে থাকার নিরলস প্রচেষ্টা লক্ষনীয়।