প্রতিশ্রুতিশীল তরুণ কবি আতিকুর রহমান হিমুর প্রথম কবিতাবই ‘যৌথ মৃত্যুর সংকলন’। হিমুকে স্বভাবজাত কবি হিসেবেই সকলে চিনেন। লোকজ উপাদান সমৃদ্ধ তার কবিতা। তার কবিতায় যেমন মাটির সোদাগন্ধ পাওয়া যায়, তেমনি জলজটানকে অনুভব করা যায়। হিমুর কবিতায় িএকই সাথে জাতীয়তা ও বৈশ্বিকতা ধারণ করে। দেশজ ইতিহাসের সাথে মিথের নান্দনিক ব্যবহার, উপমা ও চিত্রকল্পের ব্যবহার তার কবিতাকে সমৃদ্ধ করেছে।