ছানা থাকতো ঢাকায়, ওর বাবার সঙ্গে একটা মেসে। না থেকে উপায় কী! ওর মা নেই। কিন্তু সেই বাবাটাও রইলো না, মারা গেলো ট্রাকের তলে পড়ে। এখন কী হবে ছানার? ছানা চলে গেলো নড়াইলে, ওর নানা আর নানুর বাড়ি। সেখানে পেলো তিন তিনজন খালা – মিনি, পিচকি আর নিমকি । খুব সুন্দর সঙ্গে খুনশুটি, মামার নাম না! তো খালাদের সঙ্গে দুষ্টমী, নানুজানের হাতে দুধভাত খেয়ে দিন পার করছে ছানা। দেখছে, অনুভব করছে চারপাশের ঘটনা, প্রকৃতি আর মানুষের ভেতরের নানা রূপ। অবাক হচ্ছে, খুশি হচ্ছে আবার ভিরমীও খাচ্ছে
বিশিষ্ট কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হকের অনবদ্য সৃষ্টি ‘ছানা’। ছানাকে নিয়ে ইতিমধ্যে চারটি বই বের হয়েছে। ছানা তোমাদের বয়সী শিশুদের যেমন প্রিয় চরিত্র, আমাদের মতো বড়দের কাছেও মজার আর আকর্ষনীয়। ছানা ও নানুজান পড়তে পড়তে মনে হচ্ছিল, ইস আমি যদি ছানা হতে পারতাম !