কাহিনি-সংক্ষেপ :
আবু বকর। একজন পরহেজগার ইমাম। পুরো এলাকা যার ধর্মীয় জ্ঞানের আলোয় আলোকিত। হঠাৎ গুরুতর এক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। জানা যায়, অসুস্থতার সময় তিনি জনৈক হিন্দু ব্যক্তির রক্ত নিয়েছিলেন নিজ শরীরে। একজন ইমামের শরীরে কেন হিন্দুর রক্ত থাকবে- এই প্রশ্ন তুলে ‘মুরতাদ’ ঘোষণা করা হয় আবু বকরকে। সরিয়ে দেওয়া হয় ইমামতি থেকে। নিষিদ্ধ করা হয় তার মসজিদে প্রবেশ। আর সবাইকে জানিয়ে দেওয়া হয় মুরতাদ বা ধর্মত্যাগীর শাস্তি- মৃত্যু। এরপর আরও এক অভিযোগে অভিযুক্ত হন আবু বকর। মসজিদের দানবাক্স, মাইকের ব্যাটারি এবং অন্যান্য সরঞ্জাম চুরির অভিযোগ। ধারণা করা হয়, তিনি এই অপকর্ম করেছেন ইমামতি থেকে সরিয়ে দেওয়ার আক্রোশে। বিশাল দরবার বসে মসজিদের সামনে। আবু বকরকে শাস্তি দিতে প্রস্তুত পুরো দরবার। তারপর?