কাহিনি সংক্ষেপ :
স্টেশনের নৈশপ্রহরী মতি মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজতে বের হয় তার সহকর্মীরা। সে বড় কোনো বিপদে পড়েছে- এই আশঙ্কা করে সবাই। হঠাৎ জহুর আলী বলে ওঠে অন্য আশঙ্কার কথা। এবার নড়েচড়ে বসে সবাই। কিন্তু কে এই জহুর আলী? এক পর্যায়ে সন্ধান মেলে মতি মিয়ার। কিন্তু সে কথা বলতে চায় না কারো সঙ্গে। জানাতে চায় না এতক্ষণ কোথায় ছিল। তার এই রহস্যজনক নীরবতার কারণ কী? এরপর একদিন গলায় প্লাস্টিকের রশি প্যাঁচানো একটি লাশ পাওয়া যায় স্টেশন-সংলগ্ন চেয়ারম্যানবাড়ির গোরস্থানে। কার লাশ এটি?