“জয় বাংলা” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
মুক্তিযুদ্ধ আমাদের গৌরবময় ইতিহাস। শিশু-কিশােরসহ আপামর বাঙালি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানে। বাংলা নাটকেও মুক্তিযুদ্ধ উঠে এসেছে স্বমহিমায়। তবে কিশাের উপযােগী মুক্তিযুদ্ধের নাটক হাতেগােনা। -এই উপলব্ধি থেকে মাসুদ পারভেজ লিখেছেন কিশাের উপযােগী মুক্তিযুদ্ধের নাটক ‘জয় বাংলা’। তিনি পেশায় মাধ্যমিকের শিক্ষক। ছাত্রছাত্রীদের সংস্কৃতিমনস্ক করে গড়ে তুলতে চেষ্টা করেন। তাদের জন্য এ-যাবৎ বহু নাটক, জারি গান রচনা ও মঞ্চস্থ করেছেন। তাই কিশাের উপযােগী নাটক রচনায় তিনি সিদ্ধহস্ত। সল্প পরিসরের ‘জয় বাংলা’ নাটকে তিনি স্বাধীনতাকালীন এবং স্বাধীনতা পরবর্তী সময়কে তুলে ধরেছেন। নাটকের চরিত্রগুলাে বিষয়-বৈশিষ্ট্যে যেমন হতে হয়, ‘জয় বাংলা’ নাটকে তা চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। তাই শুধু কিশােরদের নয়, বড়দেরও এই নাটকটি ভালাে লাগবে।