”পূর্ণগ্রাস” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
উপন্যাসের কেন্দ্র বস্তুত বাদলকে নিয়ে। রাজনীতি করে। যে দেশের জন্য ভালাে কিছু করতে চায়। বাধা বিপত্তি আসে। তার জীবনে প্রেম আসে তিনজন মেয়েকে ঘিরে। নিতু, রায়না ও আম্বিয়া। এদের প্রত্যেকের জীবনে আছে। বাদলের প্রেমের প্রভাব। বাদলের রাজনৈতিক স্বপ্ন, প্রেম। কিংবা ব্যক্তিগত জীবন কোথায় গিয়ে ঠেকে? সেই গল্প । নিয়েই এই উপন্যাস ‘পূর্ণগ্রাস।