বিশে^ আজ আমরা একটি স্বাধীন জাতি। স্বাধীনতার ৫০ বছর পরও আজকের প্রজন্ম আমাদের সেই উত্তাল দিনগুলো সম্পর্কে অনেক কিছুই জানে না। বঙ্গবন্ধুর জীবন, কর্ম, আদর্শ ও রাজনীতি সম্পর্কে অনেকটা অজ্ঞাত। স্বাধীনোত্তর বাংলাদেশে স্বাধীনতা বিরোধী ও পাকিস্তানের দোসররাও অনেকবার ক্ষমতাসীন হয়েছে। অনেক রাজাকার মন্ত্রীও হয়েছে। ফলে জাতি এবং এ প্রজন্মকে বার বার মিথ্যা, বিভ্রান্তিকর ও বিকৃত তথ্য দেয়া হয়েছে। আর তাই এ প্রজন্ম এখনো তিমিরেই রয়ে গেছে। এটি আমাদের জন্য আজ অবশ্যই লজ্জার, ঘৃণার এবং মান-হানিকর। এ গ্রন্থে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য আলেখ্য এবং বাঙালি জাতির জন্য তাঁর অশেষ অবদানের বিষয়গুলো আলোকপাত করা হয়েছে।