বাংলা ভাষা ও সাহিত্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এক উজ্জল নক্ষত্র। তিনি সাম্য, মানবতা, তারুণ্য ও দ্রোহের কবি। তাঁর লেখনীর মাধ্যমে তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে ঋদ্ধ করেছেন। তাঁর ক্ষুরধার অগ্নিঝরা লেখনি, নির্যাতিত ও বঞ্চিতদের অধিকার আদায়ে আমাদের সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায় সবসময়। অন্যায়ের প্রতিবাদ ও সমাজের কুসংস্কার দূর করতে। তিনি সর্বদা তারুণ্যের জয়গান । গেয়েছেন। তিনি অসাম্প্রদায়িক ও জাতীয়তাবাদের মূর্ত প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবশ্যিকভাবে আমাদের প্রতিস্মর ণীয়। তিনি সর্বদা বিরাজমান আমাদের চৈতন্যজুড়ে। তিনি আমাদের নিত্যদিনের বিদ্রোহী কবি। তাঁর সাহিত্যকর্ম শাশ্বত মানুষের জয়গানে স্পন্দিত ও নন্দিত। সমাজের নিপীড়িত মানুষ কবির সাহিত্য চিন্তার মধ্যে খুঁজে পায় নিজেদের জীবনের উপলব্ধিজাত চেতন স্পর্শ। তাঁর জীবন ও সাহিত্যের মধ্যেই তাঁকে ঠিকভাবে অনুসন্ধান করা সম্ভব। বইটি গবেষকদের ও পাঠকদের অনুসন্ধিৎসা প্রণে সক্ষম হবে। বাংলাদেশের বিশিষ্ট গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানী বহুমাত্রিক লেখক, গবেষক জনাব মোহাম্মদ জিল্লুর রহমান এর অন্যান্য অসংখ্য বইয়ের মতো এই বইটিও পাঠকপ্রিয়তা পাবে বলে আমার দৃঢ়বিশ্বাস।