বাঙালি জাতি ও জাতীয়তাবাদ এবং জাতি রাষ্ট্রের জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন একটি ইতিহাস-তিনি একটি প্রতিষ্ঠান,সাধারণ ভাবনায় আকুতি,সহজ স্বাভাবিক আকাঙক্ষাকে একটি ঐতিহাসিক খাতে প্রবাহিত করে সংগ্রামের চেতনায় দুর্জয়,দুর্গম গতিতে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবার গতিবেগই এই ইতিহাসের সৃষ্টি এবং সেই লক্ষ্য অর্জনের পর তাকে প্রতিষ্ঠানিক খাতে প্রবাহিত করে জাতীয় সমৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জনের পথে এগিয়ে যাবার যে কর্মকান্ড সূচিত হয়েছিল,সেটাই এই প্রতিষ্ঠানের প্রমাণ ।বিশ্বের শান্তিকামী মানুষ তথা মুক্তি সংগ্রামীরা এর নির্যাতিত , দরিদ্র পীড়িত মানুষ তাঁর মাঝে খুজেঁ পেয়েছিল একজন অকৃত্রিম বিশ্বস্ত বন্ধুকে । সে কারণেই তিনি মানবজাতির শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম বলে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত হয়েছেন।আর এজন্যই মুজিব হয়েছিলেন বাঙালির,বাঙালি হয়েছিল মুজিবের ।