একটি আশাবাদী বইয়ের নাম মুখছবি। কতগুলো উজ্জ্বল মুখের সমন্বয়! এইসব আলোকিত মুখের অনেকেই আমাদের চেনা, আবার কতগুলো অচেনা মুখ এসে চমকে দেয়। হাবীব ইমন তার ‘মুখছবি’ বইয়ে যেমন বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ, নজরুলকে নতুন অবয়বে আমাদের সামনে উপস্থাপন করেছেন তেমনি সোমেনচন্দ, রফিক আজাদ, মণি সিংহের না জানা অনেক কথার দ্বার খুলে যায় আমাদের সামনে। তিনি তুলে এনেছেন মনজুর হাছান খান, ড. খালেদ মাসুকে রসুল এর মতো বিস্মৃতি প্রায় গুণিজনদের। লেখক নোয়াখালির মানুষ হবার কারণে এই অঞ্চলের প্রতি তার পক্ষপাতিত্ব স্পষ্ট। তিনি নোয়াখালির গুণিজনকে নিয়ে কাজ করতে স্বাছন্দবোধ করেছেন। এই অঞ্চলপ্রীতি আমার খারাপ লাগেনি। বরং নিজের সমাজ-মাটি-পরিবেশ, কাছের মানুষের প্রতি, চেনা মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা তা ভালোলাগার। পনেরোটি ছোটো-বড়ো প্রবন্ধের সমৃদ্ধ বই ‘মুখছবি’।