বিশ্বের গােয়েন্দা সাহিত্যিক ইতিহাসে সব থেকে জনপ্রিয় গােয়েন্দা হলেন শার্লক হােমস। এই কাহিনীর শ্রেষ্ঠা স্যার আর্থার কোনান ডয়েল। তিনি সারা জীবনে শার্লক হােমসকে নিয়ে বেশ কয়েকটি মনে রাখার মত উপন্যাস এবং গল্প রচনা করেছেন। আজও পৃথিবীর নানা প্রান্তের মানুষ চরম আগ্রহ সহকারে শার্লক হােমসের গােয়েন্দা কাহিনী পাঠ করে থাকেন। গােয়েন্দা হিসেবে শার্লক হােমস ছিলেন অত্যন্ত চতুর। অতি সহজে যেকোন সমস্যার সমাধান করতে পারতেন। তিনি মগজ অস্ত্র বিশ্বাস করতেন। অসামান্য বুদ্ধিমত্তা দিয়ে বিপক্ষকে ধরাশায়ী করতেন। আজ পৃথিবীর পরিবেশ এবং পরিস্থিতি অনেকখানি পাল্টে গেছে, তার সত্ত্বেও শার্লক হােমসের গল্পের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। সত্যি কথা বলতে কি গােয়েন্দা সাহিত্যকে যারা ক্লাসিক পর্যায় উন্নিত করেছেন, তাদের অন্যতম হলেন স্যার আর্থার কোনান ডয়েল। শার্লক হােমসের নির্বাচিত কিছু গল্প এবং একটি বিখ্যাত উপন্যাস দী হাউন্ড অফ বাস্কার ভিলস এর বাংলার অনুবাদ নিয়ে এই সম্ভারটি কিশাের কিশােরী পাঠকদের হাতে তুলে দেওয়া হল। আশা করি এই বইটি পড়ে তােমরা শার্লক হােমসের। অন্যান্য রচনা পড়ার জন্য আগ্রহী হয়ে উঠবে এবং সেটাই হবে আমার কাছে সবথেকে বড় পুরস্কার।