স্যার, ওনলি ফিউ মিনিটস। বিটিভির ক্যামেরাম্যান এসে পড়বে। পিআইডির ফটোগ্রাফারও, তার সঙ্গে একই গাড়িতে আছেন। অন্য কয়েকটি চ্যানেলও এসে গেছে, সেগুলো তেমন ইম্পোর্টেন্ট নয়। জিন্নাহ স্যার মনে করেন বিটিভি আনবিটেবল। সব সরকারের আমলে সরকারের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ লোকজনের আস্থা সবচেয়ে বেশি বিটিভির ওপর। মহাকাশ মন্ত্রী বললেন, ইউ আর কারেক্ট, কিন্তু তুমি জানলে কেমন করে? জিন্নাহ স্যার বলেছেন, সরকার যারা চালান, তারা গভীর মনোযোগ দিয়ে বিটিভি দেখে থাকেন। মন্ত্রী বললেন, জিন্নাহ ভাইয়ের অবজারভেশন খুব অ্যাকিউরেট। বিটিভির ডিজি জানেন, সরকারের কাজ নিয়ে মশকরা করলে চাকরি নট। সেজন্য দু-একদিন পরপর তিনি নিজে ৮টার সংবাদের স্ক্রিপ্ট চেয়ে বসেন। কোথাও কাভারেজের ঘাটতি মনে হলে আর্কাইভ থেকে ছবিটবি তুলে এনে পুষিয়ে দেন। কিন্তু আইরিন, এ বয়সে আমার কি আর ক্যামেরার জন্য অপেক্ষা করা উচিত? গেস্টরা অপেক্ষা করছেন। করতে দিন, তাদের অন্য কাজ নেই। কাহিনিটা আইরিন শোনাবে, কিন্তু উপসংহার লিখবেন উপন্যাসের পাঠক, চরিত্রগুলো তাদের খুব চেনা, কেউ কেউ তাদের আত্মীয়-স্বজন । আন্দালিব রাশদীর পাঠক জানেন, তাঁর উপন্যাস হাতে নিলে শেষ না করে উঠা যায় না। আইআইপিতেও তাই। আন্দালিব রাশদীকে নিয়ে সমস্যা এটাই।