ইংল্যান্ডের ডার্লিং পরিবারের তিন ভাইবোন-ওয়েনডি, জন আর মাইকেল। ওদের কল্পনার জগতে পিটার প্যান নামের এক সাহসী বালকের বাস। সে উড়তে পারে। আর কি জানো, ছেলেটি কখনো বড় হয় না! সবসময় একই রকম। এক রাতে পোষা কুকুরটাকে উঠানে শেকল দিয়ে বেঁধে মা-বাবা গেলেন দাওয়াত খেতে। তখন সেই পিটার প্যান সত্যি সত্যি ওয়েনডিদের বাড়িতে এসে হাজির। তার সঙ্গে ভারি ভাব হয়ে গেল তিনজনের। পিটার ওদের উড়তে শেখাল। তারপর ওরা উড়তে উড়তে চলে গেল স্বপ্নের দেশে-যেখানে রয়েছে ভয়ংকর জলদস্যু ক্যাপ্টেন জেমস হুক আর…