আমাদের মুক্তিযুদ্ধের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা লড়াই, প্রত্যেকটা ঘটনাই চমকপ্রদ। এসব চমকপ্রদ কাহিনির কিছু হয়ত আমরা জানি। কিন্তু সবটা জানি না। মুক্তিযুদ্ধের চমকপ্রদ কাহিনি বইতে এমনি কিছু জানা ঘটনা যেমন আছে, তেমনি আছে কিছু অজানা চমকপ্রদ কাহিনি। আবার জানা ঘটনার মধ্যেও এমন কিছু চমকপ্রদ বিষয় লুকিয়ে আছে যে, চমকে যেতে হয়।