মানুষ তার দৈনন্দিন জীবনে অনেক কথাই শোনে। কিছু কথা মনে রাখে, কিছু যায় ভুলে। এসবের মাঝে সেই কথাই তার হৃদয়ে গেঁথে যায়, যে কথার বক্তা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নবীজি (ﷺ)-এর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আল্লাহর কথা। তাঁর বরকত-পূর্ণ জীবনে এমন একটি দিন পাওয়া যাবে না, যেদিন তিনি মানুষকে আল্লাহর কথা বলেন নি। তা সত্ত্বেও আল্লাহর কাছে দুআ করতেন, ‘কুরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দাও।’ (সহীহ ইবনু হিব্বান, ৯৬২) কারণ, যে অন্তর কুরআন থেকে যত দূরে, সে অন্তর তত বেশি অশান্ত, এর চিন্তাগুলো তত বেশি বিক্ষিপ্ত। আমরা কি চাই না, বিপর্যস্ত মুহূর্তে যখন চারিদিক অন্ধকার হয়ে যায়, তখন কুরআন হোক আমাদের জন্য আশার আলো? হতাশার গোলক ধাঁধায় জীবন যখন সঙ্গহীন, কুরআন হোক আমাদের সেরা বন্ধু? জীবনের প্রতিটি পরতে পরতে থাকুক কুরআনের ছাপ? আসুন, কুরআনের সাথে হৃদয়ের বন্ধন গড়ি এবং প্রতিদিন পড়ি একটি আয়াত।