দুষ্টু বেড়াল টম তাদের বাসার সামনের রাস্তার একেবারে মাঝখানে একটা বড় পেরেক চিৎ করে রেখেছে। তার উদ্দেশ্য বুস্টার যখনই এই রাস্তা দিয়ে যাবে, তখনই তার পায়ে এই পেরেক ঢুকে যাবে। বাছাধনকে আর সর্দারগিরী করতে হবে না। সেই সুযোগে টম এবং তার অন্যান্য বন্ধুরা যত রকমের শয়তানি আছে সেগুলো সম্পন্ন করতে পারবে। রাস্তায় পেরেক রেখে একটা গাছের আড়ালে লুকিয়ে বসে রইল টম।