ভাষা-আন্দোলন আমাদের স্বাধীনতা আন্দোলন তথা যুদ্ধের প্রথম ভিত্তি, সেই আন্দোলন নিয়ে বাংলাদেশের কথাসাহিত্যিকরা তুলনামূলকভাবে সবচেয়ে কম কাজ করেছেন। লক্ষণীয়, আমাদের অনেক প্রতিষ্ঠিত কথা-সাহিত্যিকের গল্প এই সংকলনে অন্তর্ভুক্ত হয়নি। ব্যক্তিগত যোগাযোগ, চিঠিপত্রে যোগাযোগ ইত্যাদির মাধ্যমে জানা গেছে, অনেকে একুশ নিয়ে কিছুই লেখেননি, অনেকে লিখলেও সূত্রের অভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি। সংকলনের কাজটি দ্রুত সম্পন্ন করতে হয়েছে। আমরা বিশ^াস করি, এসব গল্পের বাইরে আরও কিছু উল্লেখযোগ্য গল্প রয়েছে, যা অন্তর্ভুক্ত হলে এ সংকলন আরও সমৃদ্ধ হতো। শুধু একুশভিত্তিক গল্প নিয়ে এ ধরনের সংকলন এই প্রথম। তবে পূর্ণাঙ্গ নয়। আমরা আশা করব, কেউ না কেউ পূর্ণতা দান করতে এগিয়ে আসবেন। শুধু ইতিহাস নয়, সাহিত্যেও যদি ‘একুশে’র যথার্থ প্রতিফলন না হয় তাহলে ওই-ইতিহাসই আমাদের ক্ষমা করবে না।