কিশোরকবিতা সুজন বড়ুয়ার প্রধান ও প্রিয় সাহিত্য-ক্ষেত্র। চার দশকেরও বেশি সময় ধরে তিনি এই মাধ্যমের নিরলস পরিব্রাজক। তাঁকে বলা যায় কিশোরকবিতার সাগরে মুক্তো খোঁজা নিঃসঙ্গ নির্ভীক এক ডুবুরি। কিশোরকবিতা চর্চাকে আন্দোলনে পরিণত করার অগ্রসেনানী তিনি। নিজে যেমন অসংখ্য কবিতা লিখেছেন, তেমনি সতীর্থদের লিখতে উদ্বুদ্ধ করেছেন, আবার কবিতার বিষয়-আশয়, বিবর্তন, রূপান্তর, পরীক্ষা-নিরীক্ষা, সমস্যা-সম্ভাবনা নিয়ে লিখেছেন অনেক মূল্যবান প্রবন্ধ ও বই। এ পর্যন্ত ২০টির মতো একক কিশোরকবিতার বই প্রকাশিত হয়েছে তাঁর। কিশোর-জীবন, কিশোরের আনন্দ-বেদনা, স্বপ্ন, আবেগ, ভালোবাসা, কল্পনা, কৌতূহল, অভিযান-প্রিয়তা, দেশ কাল সমাজ ইতিহাস-ঐতিহ্য, জাতীয় দিবস, উৎসব-পার্বণ, নিসর্গ-প্রকৃতি, বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতি এমন কোনো বিষয় নেই, যা তিনি কিশোরকবিতার রঙিন মোহন কলকব্জার বিন্যাসে নিবিড় ঘন আঙ্গিকে প্রকাশ করেননি। অপূর্ব কাব্য সুষমা মণ্ডিত বিশাল বর্ণাঢ্য তাঁর কিশোরকবিতা জগৎ। বিষয় শব্দ ছন্দ ধ্বনি ও অর্থ ব্যঞ্জনায় তাঁর সব কবিতাই বৈশিষ্ট্যপূর্ণ। ‘শ্রেষ্ঠ’, ‘সেরা’, ‘নির্বাচিত’ বা ‘একশো’ এমন সীমিত অভিধা বা সংখ্যায় তাঁর কবিতাকে শনাক্ত করা বা বাছাই করা অত্যন্ত কঠিন কাজ। তাই ‘প্রিয়’ অভিধার আওতায় কবি নিজেই ছেঁকে তুলেছেন এ বইয়ের কবিতাগুলো। এ বই আসলে সুজন বড়ুয়ার চার দশকের কাব্য চর্চার নির্যাস, তাঁর সাধনার সারাৎসার। বাংলা কাব্য-সাহিত্যে এ বই নিঃসন্দেহে একটি অনন্য সংযোজন।