কোভিড-১৯ নামের ভয়াবহ বৈশ্বিক মহামারির কারণে মানব জাতি অভূতপূর্ব এক পরিস্থিতির মুখোমুখি। পরিচিত হয় সম্পূর্ণ নতুন এক জীবন ব্যবস্থার সঙ্গে। যেখানে লকডাউন, কোয়ারেন্টিন বা কোয়ারেন্টাইন এবং আইসোলেশন নামের বিধিনিষেধগুলো হয়ে ওঠে বাধ্যতামূলক। এসব বিধিনিষেধের কারণে দেশে দেশে শহরে শহরে গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষে মানুষে শুরু হয়ে যায় বিচ্ছিন্নতা। সামাজিক দূরত্বই মানুষের বাঁচার প্রধান উপায় হয়ে দাঁড়ায়। এর ফলে মানুষ হয়ে পড়ে অসামাজিক। ঘরের বাইরে যাওয়া বন্ধ। আত্মীয় বাড়ি যাওয়া বন্ধ। একে অন্যকে ছোঁয়া বন্ধ, কোলাকুলি বন্ধ, আলিঙ্গন বন্ধ। মানুষ নিজের ঘরেই হলো নিঃসঙ্গ বন্দি। এর নাম নাকি লকডাউন। লকডাউনের বেড়াজালে দেশে বিদেশে কর্মহীন হয়ে গেল হাজার হাজার মানুষ। অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য বন্ধ। আয়-উপার্জন নেই। কিন্তু ক্ষুধা আছে পুরোদমে। পেট মানে না। সরকার যৎসামান্য ত্রাণ দিল, কেউ পেল, অনেকেই পেল না। এই কঠিন বাস্তবতা ধারণ করে আছে এই বইয়ের কবিতাগুলো। ছোটোবড়ো সব বয়সের পাঠককে বিস্ময়াভিভূত করবে এ বই।