বিশ্বকাঁপানো অকুতোভয় বাঙালি বীর বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান। ঘুমন্ত বাঙালি জাতিকে জাগিয়ে তুলেছিলেন তিনি। তাঁর নেতৃত্বে বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল সেই এক মহান যুদ্ধে, যার নাম মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বিশ্বমানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। তাই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সূত্রে গাথা। যেখানে বঙ্গবন্ধু সেখানেই মুক্তিযুদ্ধ, সেখানেই বাংলাদেশ। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। তারপর কত আন্দোলন, সংগ্রাম, কত বীরের আত্মত্যাগ, রক্তস্রোত ও কত মায়ের অশ্রুধারা স্বাধীনতার বেদিমূলে উৎসর্গিত হয়েছে, তার ইয়ত্তা নেই। বঙ্গবন্ধুর পর সেই গৌরবময় আখ্যানের কিছু উজ্জ্বল চরিত্র যেমনÑ শহিদ মতিউর, শহিদ রুমি, শেখ কামাল, শেখ রাসেল এই বইয়ের গল্পগুলোর কেন্দ্রীয় অনুষঙ্গ। গল্পের অনুপম বিন্যাসে ঐতিহাসিক উপাদানগুলো এখানে পেয়েছে শিল্পিত ব্যঞ্জনা। নবীন তরুণ পাঠকরা এ বই পড়ে শুধু ঐতিহ্যমুখী ইতিবাচক চেতনায় উদ্বেলিতই হবে না, গভীরতর দেশপ্রেমে নিজেকে উৎসর্গ করার অনুপ্রেরণাও খুঁজে পাবে।