মানব দেহে মুখ ও জিহ্বাটি আকৃতিতে ক্ষুদ্র হলেও দেহের অপরাপর অঙ্গসমূহের তুলনায় এই জিহ্বা ও মুখের গুরুত্ব অনেক বেশি। এই অঙ্গটি যেমন অন্তহীন কল্যাণ সম্পাদনে বিশেষ ভূমিকা রাখে, তদ্রুপ অকল্যাণ-অনাসৃষ্টি ও বিপর্যয় সৃষ্টিতেও তার কার্যকারিতা বিন্দুমাত্র কম নয়। এই জিহ্বা দ্বারা নেক আমল করলে পরকালীন জীবনে অফুরন্ত নেয়ামতের অধিকারী হওয়া যাবে। দেহের অন্যান্য যেই সকল অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহ তাআলার ইবাদত-বন্দেগি ও নেক আমলে নিমগ্ন হয়, তার পেছনেও এই জিহ্বার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা থাকে সক্রিয়। অপর দিকে এই জিহ্বা দ্বারাই মানুষ অজস্র পাপাচার ও নাফরমানিমূলক কাজে লিপ্ত হয়ে থাকে। কুফর-শিরকির শব্দগুলো এই মুখ দ্বারাই প্রকাশ করা হয়। যেমন- মিথ্যা সাক্ষ্য ও শপথ, গিবত-শেকায়েত ও পরনিন্দা, মিথ্যা দোষারোপ, অন্যায়, উপহাস এবং ফাসেক ও বিধর্মী লোকদের প্রশংসা এই মুখ দ্বারাই করা হয়। অনেক সময় মানুষের অজান্তেই তার মুখ হতে এই জাতীয় অপরাধমূলক কথা বের হয়ে পড়ে এবং এর কারণেই তাকে জাহান্নামের অতল গভীরে নিক্ষিপ্ত হতে হয়।