➡️ডিস্টোপিয়ান এক শিকাগো শহর যেখানে নাগরিকরা পাঁচটি গোত্রে বিভক্ত। পরোপকারী অ্যাবনেগেশন, সাহসী ডন্টলেস, জ্ঞানপিপাসু ইরুডাইট, সত্যবাদী ক্যান্ডর আর শান্তিপ্রিয় অ্যামিটি। এই শহরেরই অ্যাবনেগেশন গোত্রের এক কিশোরী বিয়াট্রিস প্রায়র। বয়স ষোল হতেই সামাজিক নিয়মানুসারে তাকে পাচটি গোত্রের একটা বেছে নিতে হবে। বাছাই পরীক্ষা দিতে গিয়ে জানতে পারল সে একজন ডাইভারজেন্ট। যা হবার একটাই শাস্তি, মৃত্যু। সে বেছে নিল ডন্টলেসকে। শুরু হল কঠোর প্রবেশিকা প্রশিক্ষণ। নিজেকে খুঁজতে গিয়ে আরও হারিয়ে ফেলতে শুরু করল সে। জীবনে প্রেম এল। একদিকে গোত্রগুলোর মধ্যে ডাইভারজেন্টদের ধরার জন্য অনুসন্ধান চালানো হচ্ছে আরেকদিকে শহরে দানা বাধছে সরকারের বিরুদ্ধে অসন্তোষ। বিয়াট্রিস কি প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন করে ডন্টলেসের সদস্য হতে পারবে? আসন্ন বিপদ থেকে কি সে নিজেকে আর তার প্রিয়জনদের রক্ষা করতে পারবে? আর এই ডাইভারজেন্ট কি বা কারা? কেন ওদের হত্যা করতে খুঁজে বেড়াচ্ছে গোত্রের নেতারা? বিয়াট্রিস ধরা পড়বে না তো?